বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ফাইনালে ভিলেজ এফসি’র ৭-১ গোলের জয়ে ম্যান অফ দ্য ম্যাচ সাকিব

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।

চন্দনাইশ পৌরসভার ছাদেক মোহাম্মদ পাড়া তরুণ উন্নয়ন সংগঠনের উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’২৪ এর ফাইনাল খেলায় ভিলেজ এফসি ফুটবল একাদশ ৭-১ গোলে মোজাহের পাড়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল ৩১ জানুয়ারি বিকেলে ছাদেক মোহাম্মদ পাড়া বিলে খেলার প্রথমার্ধে ভিলেজ এফসি ৩-১ গোলে মোজাহের পাড়া ফুটবল একাদশকে পিছিয়ে ফেলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে পর পর ৪টি গোল করে ভিলেজ এফসি ৭-১ গোলে জয় লাভ করে। বিজয়ী দলের জিহান ৪টি, সোহান ৩টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। খেলায় সাকিব ম্যান অফ দ্য ম্যাচ, জিহান সেরা গোলদাতা, আকরাম সেরা গোল রক্ষক, জহুরুল লাল দত্ত সেরা দর্শক নির্বাচিত হন। খেলা শেষে সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন মদিনা প্রবাসী রফিকুল ইসলাম, উদ্বোধক ছিলেন সাইফুল ইসলাম হিরু, বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে এনামুল হক এনাম, আকতার উদ্দীন, মহিউদ্দীন, সিরাজুল ইসলাম, আবদুর রহিম, নাজিম উদ্দীন, শিক্ষক সৃজন, ইমরানুল হক, আবু জাফর, সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের সভাপতি মো. ইছহাক। ধারা বর্ণনায় ছিলেন আবুদল মান্নান আজাদ, মাহবুব আলম, আহমদ জমির, খেলা পরিচালনায় ছিলেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ