২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে চট্টগ্রাম ফটিকছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ডে ফটিকছড়ি উপজেলার পূর্ব পাশে রাঙ্গামাটিয়া সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত T-12 গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সরওয়ার আলমগীর, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য এবং ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রধান আলোচক ছিলেন রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আজম তালুকদার, বিশেষ বক্তা ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ, সংবর্ধিত অতিথি চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি নাজিম উদ্দীন শাহীন।
বিশেষ অতিথিবৃন্দ ছিলেন মোহাম্মদ মনছুর আলম, মোহাম্মদ নাসির উদ্দীন, মোহাম্মদ জসিম উদ্দীন নান্নু, মোহাম্মদ হাবিবুল ইসলাম ভূইঁয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ মাহাবুল আলম, মোহাম্মদ শের আলী এরশাদ, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ নাজিম উদ্দীন সহ প্রমুখ।
T-12 গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুই শক্তিশালী দল নাজিরহাট ফ্রেন্ডশিপ একাদশকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জন করে টিম কুতুবউদ্দিন ক্রিকেট একাদশ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা সিরিজ হন সোহান।
চ্যাম্পিয়ন টিম কুতুবউদ্দিন ক্রিকেট একাদশ, রানার্স আপ নাজিরহাট ফ্রেন্ডশিপ। আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন আলতাফ হোসেন, দেলোয়ার হোসাইন, মোহাম্মদ তাহসিন, সালাউদ্দিন।