বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ফটিকছড়ি সুয়াবিলে জমি নিয়ে বিরোধে বসতঘরে হামলা ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি সুয়াবিলে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ৭ ফেব্রুয়ারি গভীর রাতে ভূজপুর থানাধীন বারমাসিয়া নোয়াপাড়া এলাকার হামলার ঘটনা ঘটে।

আনোয়ারা সুলতানা পাখি বলেন, দীর্ঘদিন ধরে জেবল হোসেন গংদের সঙ্গে আমাদের পাওয়া জমি দখলের চেষ্টা করছে। পরে আদালতে মামলা চলমান রয়েছে।

শুক্রবার রাতের আঁধারে স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে ১০-১৫ জন লোক দরজা ভেঙে আমাদের ঘরে প্রবেশ করে। ঘরের মধ্যে থাকা বসতঘর ভাঙচুর করে এবং নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়। পরে ডাক-চিৎকার শুনে স্থানীয়রা বের হলে পালিয়ে যায়। পরে ৯৯৯ কল দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। পাখি বলেন, জমি নিয়ে বিরোধটি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতে একবার আমরা রায় পেয়েছি ও চূড়ান্ত রায় পেয়েছি। তবুও আমাদের জমি ভোগদখলে দিচ্ছে না। উল্টো আমাদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে নিয়েছেন তারা। একাধিকবার স্থানীয়ভাবে শালিস বৈঠকও হয়েছে। কিন্তু কোনো রায়ই তারা মানে না।

বিবাদী আলী আহমদ টুনু বলেন, তাদের ওপর কে বা কারা হামলা চালিয়েছে এবং ভাঙচুর করেছে তা আমাদের জানা নেই। আমাদের বিরুদ্ধে অহেতুক অভিযোগ করছে তারা। উল্টো আমাদের জমি তারা দখল দিয়ে রাখছে।

ভূজপুর থানার এসআই জালাল বলেন, দু’পক্ষই জমি নিজের বলে দাবি করেন। এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে জানান।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ