বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ফটিকছড়ির ইউনিয়ন বিএনপিতে সরাসরি ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন ফটিকছড়ি উপজেলা শাখার অধীনস্থ ১৮টি ইউনিয়নে উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিম উল্লাহ বাহারের দিকনির্দেশনায় সরাসরি গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়ার্ড কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে।

দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়া ইউনিয়নগুলো হলো; বাগানবাজার ইউনিয়ন, দাঁতমারা ইউনিয়ন, নারায়ণহাট ইউনিয়ন, ভূজপুর ইউনিয়ন, পাইন্দং ইউনিয়ন, হারুয়ালছড়ি ইউনিয়ন, কাঞ্চননগর ইউনিয়ন, সুন্দরপুর ইউনিয়ন, সুয়াবিল ইউনিয়ন, লেলাং ইউনিয়ন, নানুপুর ইউনিয়ন, রোসাঙ্গিরি ইউনিয়ন, বখ্তপুর ইউনিয়ন, জাফতনগর ইউনিয়ন, ধর্মপুর ইউনিয়ন, সমিতিরহাট ইউনিয়ন, আবদুল্লাহপুর ইউনিয়ন, খিরাম ইউনিয়ন।

উল্লেখ্য, বিএনপি প্রতিষ্ঠার পর এই প্রথম ফটিকছড়ি উপজেলায় প্রতিটি ইউনিয়নে তৃণমূলের নেতা-কর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ