চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বিবিরহাট বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে রিটার্নিং কর্মকর্তা ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেজবাহ উদ্দিনের সার্বক্ষণিক পর্যবেক্ষণে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২১ ডিসেম্বর শনিবার নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন ফটিকছড়ি উপজেলা সমবায় অফিসার এম এ শহিদ ভূইয়া।
উক্ত বনিক কল্যাণ সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ১৪৪০ জন। সকাল ০৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের সময় নির্ধারিত থাকলেও ভোটার উপস্থিতি বেশি থাকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ৬টি বুথের মাধ্যমে ১১৯৯ ভোট কাস্ট হয়। অধিক সময় ধরে ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার এম এ শহিদ ভূইয়া বিজয়ীদের নাম ঘোষণা করেন।
বিবিরহাট বণিক কল্যাণ সমিতির নির্বাচনে বিজয়ীরা হলেন, সভাপতি সাইয়েদ মোঃ ইলিয়াছ (হরিণ প্রতিকে ৪৮৯ ভোট), সহ-সভাপতি নাজমুল তারেক (কম্পিউটার প্রতিকে ৬৫৮ ভোট), সহ-সভাপতি মোঃ সামশুল আলম (বৈদ্যুতিক পাখা প্রতিকে ৩৭২ ভোট), সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন (বাই সাইকেল প্রতিকে ৪৮৪ ভোট), যুগ্ম সম্পাদক এনামুল ইসলাম সিকদার (আনারস প্রতিকে ৬০১ ভোট), সহ-সাধারণ সম্পাদক এয়াকুব মানিক (টেবিল প্রতিকে ৬৩৪ ভোট), কোষাধ্যক্ষ মোঃ খোরশেদুল আলম (মোরগ প্রতিকে ৭২৪ ভোট), শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: হাসানুল করিম (বিমান প্রতিকে ৬৭১ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ মোবারক হোসেন চৌধুরী (রেডিও প্রতিকে ৫৮৪ ভোট), সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মোঃ একরাম উদ্দিন (রাজহাস প্রতিকে ৪৮১ ভোট) দপ্তর সম্পাদক মোঃ আজাদ হোসেন (কাপ পিরিচ প্রতিকে ৫৭৫ ভোট), কার্যনির্বাহী সদস্য মোঃ শহিদুর রহমান (ময়ুর প্রতিকে ৫০৫ ভোট), কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিজ রায়হান (বাঘ প্রতিকে ৪৪৫ ভোট), কার্যনির্বাহী সদস্য জামশেদুল ইসলাম (মাছ প্রতিকে ৭৪৩ ভোট)
সবশেষে রিটার্নিং কর্মকর্তা, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, “বিবিরহাট বণিক কল্যাণ সমিতি নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীকে অভিনন্দন জানাচ্ছি। নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও সম্মানিত ভোটারদের ধন্যবাদ। উপজেলা সমবায় কর্মকর্তা জনাব শহীদ ভূইয়া এবং তার নির্বাচনী টিম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় এসি ল্যাণ্ড ফটিকছড়ি র এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।”