ফটিকছড়ি উপজেলার উত্তর ধর্মপুর জমিরিয়া গোলছাফা মাদ্রাসার মোহতামিম মাওলানা নুরুজ্জালাল (৪০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, নিহত মোহতামিম কর্মস্থলের পাশে কিছু জমিতে ধান চাষ করেছিলেন। উৎপাদিত ধান বৈদ্যুতিক পাখা দিয়ে ঝাড়তে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।