ফটিকছড়িতে ২ ডিসেম্বর (সোমবার) উপজেলা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে “স্বাধীনতা এনেছি, সংস্কার আনব” প্রতিপাদ্যে ডিবেট ক্লাবের উদ্বোধন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার মোঃ মেজবাহ উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেম, সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, উপজেলা শিক্ষা অফিসার ড. সেলিম রেজা ও ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ।
বিতর্ক প্রতিযোগিতায় ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন ফটিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সিদরাতুল মুনতাহা।
অনুষ্ঠানে উপজেলা কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন।