বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ফটিকছড়িতে জামায়াতের কর্মী সমাবেশ: সমাজে বৈষম্য দূর করার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশে একটি শোষণমুক্ত ন্যায় ভিত্তিক সুবিচারপূর্ণ অন্ধকার থেকে আলোকিত একটি জ্ঞানভিত্তিক প্রযুক্তি নির্ভর সমাজ নির্মাণে কাজ করে যাচ্ছে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। ধনী-গরীব পার্থক্য থাকবে না। বেকারত্ব দূর হবে এবং দেশ থেকে সম্পদ পাচার ও লুটপাট বন্ধ হবে। দেশ থেকে ব্যাংকের টাকা লুট করে যারা বিদেশে বেগম পাড়ায় সম্পদ করেছেন, এই সমস্ত সম্পদ ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।

শুক্রবার সন্ধ্যায় ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের করালিয়া তাকিয়া দরগাহ সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী ও সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১ নম্বর বাগান বাজার ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা আবু ইউসুফের সভাপতিত্বে ও শূরা সদস্য মাওলানা মুহাম্মদ সাদ্দাদ হোসইনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূজপুর থানা জামায়াতের আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম, ফটিকছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ভূজপুর থানা জামায়াতের সাবেক আমীর মাওলানা নূর মুহাম্মদ আল কাদেরী, ভূজপুর থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. আবদুল জলিল ও মুহাম্মদ আবু তাহের, ১ নম্বর বাগান বাজার ইউনিয়ন জামায়াতে নায়েবে আমীর ডা. চবির আহম্মদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে নগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা হবে। ইসলামী ব্যাংকগুলোর মতো যেরকম শরিয়া বোর্ড আছে, সেরকম ওলামাদের কাউন্সিল গঠন হবে। ওলামাদের পরামর্শ নিয়েই সমস্ত শাসনকার্য পরিচালিত হবে। আলেমরা আধুনিক শিক্ষায় উচ্চশিক্ষিত হবেন। শুধু মাদ্রাসা শিক্ষিত হবেন না, দ্বীনি ও আধুনিক শিক্ষাই উচ্চশিক্ষিত হবেন। এরকম একটি সমাজ হবে, ওলামাদের মর্যাদা আরও অনেক বেড়ে যাবে এবং আলেমগণ সমাজে অনেক জ্ঞানী গুণী হিসেবে পরিচিত হবে। এজন্য আমাদের আহ্বান আলেম উলামারা ঐক্যবদ্ধ হোন। কওমিয়া-আলিয়া সবাই ঐক্যবদ্ধ হোন।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশে আপনাদের সন্তানদের সুশিক্ষার দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। যাকাতের সুষম বণ্টন করা হবে। বৈজ্ঞানিক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের দারিদ্রতা সমাধান করা হবে। জেল-জুলুম, জবরদস্তি, শোষণ, বঞ্চনা, মানুষের অধিকার হরণ, মানুষের উপর লুট করা এগুলো সব পরাজিত হবে যদি বাংলাদেশে দ্বীন ইসলাম কায়েম হয়। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু মাদ্রাসায় কোরআন শিক্ষা হবে না, স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। কুরআনের সত্যিকারের শিক্ষা দেওয়া হবে। জামায়াতের অফিস হবে জ্ঞান বিস্তার ও সমাজ সংশোধনের জন্য। জামায়াতের অফিস হবে দ্বীন প্রতিষ্ঠা ও মানুষের খেদমতের জন্য। বাংলাদেশে জামায়াতে ইসলামী রাজনীতি হচ্ছে খেদমতের রাজনীতি, শোষণের রাজনীতির বিরুদ্ধে এবং জনসেবার রাজনীতি।

সমাবেশ শেষে বাগান বাজার ইউনিয়ন জামায়াতের কার্যালয় ও পাঠাগার উদ্বোধন করেন অতিথিরা।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ