বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ফটিকছড়িতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় গলায় ফাঁস লাগিয়ে মেহরাজ (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

আজ (১৯ ফেব্রুয়ারি) বুধবার বিকাল ৪টার দিকে নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এবিসি শেখ আহমেদ তালুকদার বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আবুল বশরের পুত্র।

পরে খবর পেয়ে ফটিকছড়ি থানার পুলিশ সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধার করে।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানান, মেহরাজ দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। পরিবারের অগোচরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে তারা জানান।

এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন, “খবর পেয়ে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ