শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ফটিকছড়িতে অবৈধ বালু মহালে অভিযানে বালু ও মেশিন জব্দ

কামরুল হাসান-ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ির সর্তা খাল থেকে অবৈধ বালু উত্তোলনের সময় ৫ হাজার ঘনমিটার বালু এবং তিনটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ জুন ) ভোর ৬ টায় খিরাম ও ধর্মপুর ইউনিয়নের রাউজান সীমান্তবর্তী সর্তার খালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ সর্তা খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে একটি চক্র, চক্রটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে এমন খবর পেয়ে উপজেলা প্রশাসনের অভিযানে বালু উত্তোলন অবস্থায় তিনটি ড্রেজার মেশিন সহ প্রায় ৫০০০ ঘনমিটার বালু জব্দ করে উন্মুক্ত নিলামে ৪৪ হাজার টাকায় বিক্রয় করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন,অবৈধ বালু উত্তোলনের সাথে যুক্ত ব্যক্তিদের বিস্তারিত তথ্য তদন্ত পূর্বক পরবর্তী অধিকতর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ