রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ফাঁসি ও তার পুত্র ফারাজ করিমের গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাউজান।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) আয়োজিত এই কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও একাত্মতা প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এবিএম ফজলে করিম চৌধুরী ১৯৭১ সালের জুলাই গণহত্যায় জড়িত ছিলেন এবং তিনি চট্টগ্রামে অস্ত্র ও সন্ত্রাসী বাহিনীর অন্যতম যোগানদাতা ছিলেন। মানবতাবিরোধী অপরাধ, গুম, খুন ও ধর্ষণের অভিযোগে তার শাস্তির দাবি জানানো হয়।
এছাড়া, বক্তারা রাউজানে তার বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ তোলেন এবং ১৫-১৬ বছর ধরে তার দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার ছাত্র সমন্বয়কবৃন্দ, রাউজানের ছাত্র প্রতিনিধিবৃন্দ এবং দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার সাধারণ মানুষ বক্তব্য দেন।
সমাবেশ শেষে ফজলে করিমের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং পরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।