চট্টগ্রামের সংবাদপত্র জগতে দৈনিক নয়াবাংলা’র প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল ছগীরের অবদান অপরিসীম
গত ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান, শুক্রবার বিকেল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে দৈনিক নয়াবাংলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি, চট্টগ্রামের কৃতিপুরুষ আলহাজ্ব আবদুল্লাহ্ আল্ ছগীর সাহেবের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে “আবদুল্লাহ্ আল্ ছগীর, দৈনিক নয়াবাংলা এবং মুক্ত-বিবেক-স্বাধীনতার-বাহন সংবাদপত্র” বিষয়ে এক সেমিনার ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস এম জামাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফটো সাংবাদিক আবদুল হান্নান কাজল। সংস্থার যুগ্ম সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন যথাক্রমে বাংলাদেশ প্রেস কাউন্সিল সাবেক সদস্য বিশিস্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, আন্তজার্তিক খ্যাতিমান লেখক ও সাংবাদিক বিকাশ চৌধুরী বড়ুয়া, দৈনিক নয়াবাংলা সম্পাদক জিয়াউদ্দিন এম এনায়েতউল্লাহ হিরু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সিনিয়র জানার্লিষ্ট ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব স ম ইব্রাহিম, চট্টগ্রাম রিপোটার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর, চট্টগ্রাম প্রেস ক্লাব সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রহমান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা কমিটির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ সাথী উদয় কুসুম বড়ুয়া, বিশিষ্ট আয়কর আইনজীবী মোঃ আমির হোসেন, জাতীয় পার্টির নেতা নাসির উদ্দিন সিদ্দিকী, ভোক্তা অধিকার নেতা নুর মোহাম্মদ পুতু, শ্রমিক নেতা নাসির উদ্দিন আহমদ শাহ্, মরহুম আবদুল্লাহ আল ছগীরের পুত্র এস এম ফরমান উল্লাহ শাহীন, ন্যাপ নেতা অজিত দাশ, কর্মচারী নেতা আবদুল আওয়াল তারেক প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এস এ এম নুর হোসেন।
সেমিনারে বক্তারা বলেন, মরহুম আবদুল্লাহ আল ছগীর ছিলেন চট্টগ্রামের আধুনিক সংবাদপত্রের জনক। তিনি ছিলেন একজন নিলোর্ভ, নিরঅহংকারী এবং স্পষ্টবাদী জাঁদরেল সম্পাদক। বর্তমান সময়ে আবদুল্লাহ আল ছগীর মতো বলিষ্ঠ সম্পাদক বিরল। বক্তারা বলেন আবদুল্লাহ আল ছগীরের সংবাদপত্র প্রকাশের পেছনে সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল। তিনি সমাজের বড় ছোট সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন। আবদুল্লাহ আল ছগীর আমাদের মাঝ থেকে চলে গেছেন দীর্ঘ ৩৩ বছর আগে।
আজও তার আদর্শ আমাদের উজ্জীবিত করেন। চট্টগ্রামের সংবাদপত্র জগতে দৈনিক নয়াবাংলা প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল ছগীরের অবদান অপরিসীম। শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।