মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ফাঁকা গুলি ছোড়া

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেইটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

এর আগে, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে, যার মধ্যে স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগও রয়েছে, আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। তারা সেখানে ৩০ মিনিট অবস্থান করেন এবং পরে শিক্ষা ভবনের দিকে চলে যান।

এদিকে, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। শিক্ষার্থী প্রতিনিধিরা বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করবেন।

অন্যদিকে, বাইরে অপেক্ষা করা শতাধিক শিক্ষার্থী পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং এরপর ফাঁকা গুলি ছোড়া হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ