রবিবার, ২৫ মে ২০২৫
spot_img
শিরোনাম

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, নিশ্চিত করলেন পরিকল্পনা উপদেষ্টা

অনলাইন ডেস্ক

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে, তিনি উপদেষ্টা পরিষদের সঙ্গেই থাকছেন এবং দায়িত্ব পালন করে যাবেন।

শনিবার (২৪ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা শেষে হঠাৎ ডাকা হয় উপদেষ্টা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠক। এতে উপস্থিত ছিলেন ১৯ জন উপদেষ্টা। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ড. মাহমুদ বলেন, “প্রধান উপদেষ্টা কখনও পদত্যাগের কথা বলেননি। তিনি আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন। আমাদের সবাইকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমরা ফেলে দিতে পারি না।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের কাজ করে যাচ্ছি। তবে এর মাঝে কিছু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যেগুলো আমরা সনাক্ত করেছি। এখন আমাদের দায়িত্ব এসব সমস্যা সমাধান করে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা।”

উল্লেখ্য, গত সপ্তাহের শেষদিকে গুঞ্জন ওঠে অধ্যাপক ইউনূস নাকি পদত্যাগ করতে যাচ্ছেন। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় ইউনূসের সঙ্গে দেখা করে তিনি পদত্যাগ ভাবনার বিষয়টি জানতে পারেন। এরপর থেকেই এই ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ