বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

প্রথম কোন বিদেশী বোলার হিসেবে ২০২৪ আইপিএলে মেডেন ওভার নেওয়ার রেকর্ড গড়লেন মুস্তাফিজুর রহমান

স্পোর্টস ডেস্ক

আইপিএল শেষ হতে এখনো প্রায় মাসখানেক বাকি। তবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মোস্তাফিজুর রহমানের আইপিএল মিশন শেষ হলো এখানেই।

পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ পর্যন্ত তাকে অনাপত্তিপত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুরুটা স্বপ্নের হলেও এবারের আসরে মোস্তাফিজের শেষটা হয়েছে হতাশায়। পাঞ্জাবের কাছে ঘরের মাঠে ৭ উইকেটে হেরেছে তার দল। মোস্তাফিজ ৪ ওভারে এক মেডেনসহ ২২ রান খরচ করেন কোনো উইকেট ছাড়াই।

চিপকে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬২ রান করে চেন্নাই। সর্বোচ্চ ৬২ রান আসে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে। পাঞ্জাবের হয়ে ১৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন হারপ্রিত ব্রার।  তাড়া করতে নেমে সেই রান ১৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় পাঞ্জাব। জনি বেয়ারস্টো ৪৬ ও রাইলি রুশোর ৪৩ রানে জয়ের সুর পেয়ে যায় তারা। এরপর বাকি কাজটা সারেন স্যাম কারান (২৬*) ও শশাঙ্ক সিং (২৫*)।

শেষ ম্যাচে উইকেটশূন্য থাকায় আবারও পার্পল ক্যাপ পরার সুযোগ হয়নি মোস্তাফিজের। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এবারের আসর শেষ করলেন বাঁহাতি এই পেসার।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ