পুইছড়ি আদর্শ সমাজের উদ্যোগে ৪১ দিনব্যাপী জামাতে নামাজ আদায়কারীদের সম্মানার্থে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অত্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। উক্ত মাহফিলটি ১৩ জানুয়ারি, সোমবার, মাওলানা ইউনুসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও আলেমেদ্বীন মাওলানা মোহাম্মদ সোলাইমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ফোরকান এলাহী। মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করেন অধ্যাপক মাহমুদুল হাসান। এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা ইরফানুল হক, মাওলানা শাহাব উদ্দিন আফিফ, মাওলানা গোলাম আজম, মাওলানা ইসহাক সিরাজী, মাওলানা ফিরোজ আহমেদ এবং মাওলানা হাফেজ আবুল কাশেম প্রমুখ।
মাহফিলে বক্তারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবনাদর্শ এবং সমাজে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, রাসূলুল্লাহ (সাঃ)-এর আদর্শ অনুসরণ করলে আমরা শান্তি ও সম্প্রীতির সমাজ গড়ে তুলতে পারি। পাশাপাশি ৪১ দিনব্যাপী জামাতে নিয়মিত অংশগ্রহণকারীদের এই উদ্যোগকে অনুপ্রেরণা দানকারী হিসেবে উল্লেখ করে তাঁদের জন্য পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, পুইছড়ি আদর্শ সমাজ যে সীরাত মাহফিল ও নামাজে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করেছে, তা সমাজের যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে।
পুরস্কার বিতরণী ও মাহফিলের মধ্য দিয়ে ধর্মীয় শিক্ষা, সহমর্মিতা এবং শান্তির বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার এই আয়োজন সত্যিই প্রশংসনীয় ও সময়োপযোগী। অনুষ্ঠানের শেষ ভাগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।