বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

পুঁজিবাজারে লুটপাটের সমালোচনা, কর অব্যাহতির সংস্কৃতি বন্ধের আহ্বান

অনলাইন ডেস্ক

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দুর্নীতি বিশ্বের অনেক দেশেই হয়, তবে বাংলাদেশের মতো ব্যাপকভাবে দুর্নীতি দেখা যায় খুবই কম। তিনি উল্লেখ করেন, অতীতে ক্ষমতাসীনরা জনগণের সম্পদ ভাগাভাগি করে নিলেও সাধারণ মানুষের ভাগ্যে শুধু উচ্ছিষ্টই জুটতো। রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে আইবিএফবির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন আরও বলেন, দেশের দুর্নীতি এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। তিনি উল্লেখ করেন, পুঁজিবাজারে ব্যাপক লুটপাট হয়েছে এবং সাকিব আল হাসানকে দুই বছর আগেই কারসাজির জন্য জরিমানা করা উচিত ছিল।

উপদেষ্টা আরও জানান, শিল্প খাতে আর কোনো প্রণোদনা দেওয়া যাবে না এবং কর অব্যাহতির সংস্কৃতি বন্ধ করা প্রয়োজন। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতা কঠিন হলেও চাঁদাবাজদের মধ্যে সমঝোতা বেশ সহজেই হয়।

সব পণ্যের দাম একসঙ্গে কমবে না জানিয়ে তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার শুল্কহার কমিয়েছে, তবে বাজার ব্যবস্থার উন্নয়ন না হলে এর সুফল পাওয়া কঠিন হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ