বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, “ছোটবেলা থেকে অনেকের স্বপ্ন থাকে বড় হয়ে খেলোয়াড় হবেন, দেশের জন্য খেলবেন। কিন্তু দেশের জন্য খেলার সুযোগ কিংবা স্বপ্ন আমার ছিল না। তবে এবার রাজনীতির মাঠে খেলার সুযোগ পেয়েছি, এই মাঠে আপনারা কখনো আমাকে একা রাখবেন না।”
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার রাণীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী, এবং উদ্বোধক ছিলেন চট্টগ্রাম কারা পরিদর্শক এম আতাউল্লাহ সম্রাট।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল, অর্থ সম্পাদক ইউছুপ কামাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
হুম্মাম কাদের চৌধুরী বলেন, “১৬ বছর ধরে বাবাকে নিয়ে আওয়ামী লীগ অনেক কথা বলেছে, বিএনপিও বাবার পক্ষে কথা বলেছে। কিন্তু আজ মঞ্চে দাঁড়িয়ে বাবার ছবি দেখতে পাচ্ছি এবং ব্যানারে নামের আগে ‘শহীদ’ লেখা দেখতে পাচ্ছি। এটি আপনাদের কাছ থেকে আমার প্রথম পাওয়া। আপনারাই বাবাকে ‘ভাইজান’ বলে সম্বোধন করতেন, তাই ভাইজানের সন্তানের দায়িত্বও আপনাদের নিতে হবে।”
তিনি আরও বলেন, “রাঙ্গুনিয়ায় নতুন কিছু করার এবং ভালো কিছু করার আশা নিয়ে রাজনীতিতে এসেছি। বিশাল স্টেডিয়াম হবে—এমন মিথ্যা প্রতিশ্রুতি দেব না, তবে চেষ্টা করব। আশা করি ভবিষ্যতে উঁচু-নিচু মাঠে আর খেলতে হবে না, বড় মাঠে সুন্দরভাবে খেলতে পারবেন। পৌরসভায় প্রস্তাবিত স্টেডিয়াম বাস্তবায়ন ভবিষ্যতে বিএনপি নেতারাই করবে ইনশাআল্লাহ।”
টুর্নামেন্টের ফাইনালে ইব্রাহিম চৌধুরী ফুটবল একাদশকে ৬-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় প্রবাসী কল্যাণ ফুটবল একাদশ।
রাঙ্গুনিয়ায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন হুম্মাম কাদের চৌধুরী।