বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

পারিবারিক কলহে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিবি ফাতিমা নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার মামলায় তার স্বামী নুরুল আমিন সবুজকে (৫৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির।

দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন সবুজ সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। নিহত বিবি ফাতিমা নোয়াখালী সদর উপজেলার শ্রীপুর এলাকার সফি উল্লার মেয়ে।

২০২১ সালের ১৪ মে পারিবারিক কলহের জের ধরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় নুরুল আমিন সবুজ তার স্ত্রী ফাতিমাকে গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, মামলার তদন্ত ও ১৪ জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেছেন। আসামি নিজেও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ