শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

পলিথিনের বিকল্প তৈরি করে মাইক্রোপ্লাস্টিক কমানোর আহ্বান

অনলাইন ডেস্ক

প্লাস্টিকের বোতল ও পলিথিনের ব্যবহার খাদ্য এবং মায়ের দুধের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিকের সংমিশ্রণ ঘটাচ্ছে, যা পরিবেশের পাশাপাশি মানবদেহের জন্যও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পলিথিনের বিকল্প তৈরির মাধ্যমে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

২৩ ডিসেম্বর, সোমবার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আয়োজিত ‘ডেভথন ৫.০’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও জানান, একসময় পানিতে মাছের তুলনায় মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বেশি হয়ে যাবে। এজন্য উন্নয়ন কাঠামো পরিবর্তন করে পরিবেশকে অগ্রাধিকার দিয়ে টেকসই উন্নয়নের দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমরা পলিথিনের ব্যাগের বিকল্প হিসেবে চটের ব্যাগ ব্যবহার করতে পারি। এছাড়াও, রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও ফার্মগেটের শহীদ আনোয়ারা পার্কের উন্নয়ন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের নতুন পরিকল্পনা রয়েছে।

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার ওপরও জোর দেন তিনি।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ