মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

পলাতক দুই সাজাপ্রাপ্ত আসামীকে বাঁশখালীতে গ্রেফতার করলো পুলিশ

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।

বাঁশখালীতে পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ২পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলো উপজেলার পৌরসভার উত্তর জলদি ৩ নং ওয়ার্ড এলাকার বাদশা মিয়ার পুত্র মোঃ ইব্রাহিম (৩২), অপর আসামি একই উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বাশিয়া বাড়ির মৃত ফরিদ আহমদের পুত্র মোঃ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৪ নভেম্বর) রাতে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে উপজেলার উত্তর জলদি ৩ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ইব্রাহীমকে গ্রেফতার করে। একই দিনে এসআই পেয়ার আহমেদ সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে পুঁইছড়ি এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হোসেনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ২পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ