বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ

পর্তুগালের বিপক্ষে একাদশে নাও থাকতে পারেন রোনালদোর রেকর্ড ভাঙা গিলের

অনলাইন ডেস্ক

চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে তুরস্কের জয়ের নায়কদের একজন আর্দা গিলের শতভাগ ফিট নন। পরের ম্যাচে পর্তুগালের বিপক্ষে এই তরুণকে শুরুর একাদশে নাও রাখা হতে পারে বলে জানিয়েছেন তুরস্কের কোচ ভিনসেনজো মন্তেল্লা।

রেয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমের প্রথম ভাগে চোটের সঙ্গে লড়াই করে শেষ ভাগে মাঠে ফেরেন গিলের। ২০২৩-২৪ মৌসুমে ইউরোপের সফলতম দলটির হয়ে ১২ ম্যাচে ৪৪৭ মিনিট খেলে ৬ গোল করেন তিনি। তুরস্কের প্রথম খেলোয়াড় হিসেবে পান চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ।
সেই ফর্ম তিনি বয়ে আনেন জাতীয় দলেও। গত মঙ্গলবার জর্জিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। সেই গোলই দলকে জয়ের পথে এগিয়ে নেয়।
সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইউরোয় অভিষেকে গোলের কীর্তি গড়েন ১৯ বছর বয়সী গিলের। ভেঙে দেন ক্রিস্তিয়ানো রোনালদোর ২০০৪ সালে গড়া রেকর্ড।
৩৯ বছর বয়সী রোনালদোর বিপক্ষে খেলতে হলে হয়তো বেঞ্চ থেকে বদলি হিসেবে মাঠে নামতে হবে ‘তুরস্কের মেসি’ নামে পরিচিত গিলেরকে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তেমন ইঙ্গিতই দেন কোচ মন্তেল্লা।
“দুর্ভাগ্যজনকভাবে, শারীরিকভাবে সে শতভাগ ফিট নয়। (শারীরিকভাবে) সে খুব ভালো অবস্থায় নেই, তাই আগামীকাল (শনিবার) তাকে মাঠে নামাব কি-না, তা শেষ মুহূর্তে চূড়ান্ত করব আমরা। আশা করি, তাকে পাব।”
ডর্টমুন্ডের সিগন্যাল এদুনা পার্কে বাংলাদেশ সময় শনিবার রাত দশটায় ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের মুখোমুখি হবে তুরস্ক।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ