বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

পরিবেশ রক্ষায় বাঁশখালীতে উপজেলা প্রশাসনের কড়া অভিযান

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন মণ্ডল অপুর নেতৃত্বাধীন যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে অবৈধভাবে গড়ে তোলা ইটভাটার চুল্লি গুঁড়িয়ে দিয়ে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে ইট তৈরির সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো:
মেসার্স এমবিএম-০১ ব্রিকস (জিগজ্যাগ), মেসার্স এমবিএম-০২ ব্রিকস (জিগজ্যাগ), মেসার্স খাজা আজমির ব্রিকস (জিগজ্যাগ)।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস, বাঁশখালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইন্সপেক্টর সুধাংশু শেখর হালদারসহ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। পর্যায়ক্রমে অবৈধ সব ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী প্রশাসনের কর্মকর্তারা।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ