পবিত্র রমজান উপলক্ষে হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি মামলায় মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরের দিকে হাটহাজারী পৌরসভার বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফর নাহার শারমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে চালানো অভিযানে বিভিন্ন অপরাধে হাটহাজারী পৌরসভা কাচারী সড়কের বাসমতী হোটেল, আলিফ সুপার শপ, আমির হোটেলসহ তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮, ৫৩ ও ৪৫ ধারায় সর্বমোট ছয় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়। অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের নাজিব মো. বেলাল।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফর নাহার শারমিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।