শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

পটিয়া উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত 

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অংশগ্রহণে ৬ষ্ট উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।

রবিবার (৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভা নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিদারুল আলম দিদারের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাস মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।

এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু ।

সভার শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেন।

সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস,স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমা আক্তার,কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, সিনিয়র মৎস কর্মকর্তা স্বপন চন্দ্র দে, প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস,অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. হাসান, মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী অপু দেব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন, নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম।

এসময় উপজেলার সতেরটি ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান এহসানুল হক, শাহিনুল ইসলাম শানু, ইনজামুল হক জসিম, মাহবুবুর রহমান, সরোজ কান্তি সেন নান্টু, আবদুর রশিদ দৌলতী, মো. বখতিয়ার, রনবীর ঘোষ টুটুন, মাহবুবুল হক চৌধুরী, আমিনুল ইসলাম খান টিপু, জাকারিযা ডালিম, ফৌজুল কবির কুমার, এম এ হাসেম, আবদুর রাজ্জাক সহ সহ প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

প্রথম সভায় দক্ষিণ ভূর্ষি, জঙ্গল খাইন ও কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন না।

সাধারণ সভায় ভাইস চেয়ারম্যান ডা. এমদাদুল হাসানকে প্যানেল চেয়ারম্যান-১ ও মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরুকে প্যানেল চেয়ারম্যান-২ করা হয়েছে সবার সম্মতিক্রমে।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম বলেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে আগামী দিনে উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। পটিয়াকে একটি দুর্নীতিমুক্ত উপজেলা গড়া। আমি নিজেও দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি করতেও দিব না। দুর্নীতিবাজ যে হোক না কেন কেউ ছাড় পাবেন না। গ্রাম গঞ্জের অবকাঠামো উন্নয়ন কাজে দুর্নীতি বন্ধ করে এবং সকল পেশাজীবীকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলে পটিয়া উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়া হবে। এজন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী,ইউপি চেয়ারম্যান, স্থানীয় নেতাকর্মী সহ সকলের সর্বাত্নক সহায়তা কামনা করেন।

সমন্বয় সভা শেষে একই সভাকক্ষে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটি, মাদক ও নিয়ন্ত্রণ কমিটি ও বাল্যবিবাহ নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ