মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রিকশাচালকের নাম মোঃ সৌদিয়া। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মৃত খাজা মিয়ার পুত্র বলে জানা যায়। তিনি পটিয়া পৌরসভার বৌদ্ধ মন্দির সংলগ্ন পল্লী মঙ্গল আলমগীরের কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।
রিকশা ছিনতাই কাজে বাধা দেওয়ার কারণে চালককে উপর্যপুরি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। চালকের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে চালককে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
মোটর গ্যারেজের মিস্ত্রি মুকুল জানান, দীর্ঘদিন ধরে তিনি পটিয়ায় রিকশা চালিয়ে আসছিলেন। মঙ্গলবার রাতে যাত্রী ভেসে ছিনতাইকারীরা রিকশায় উঠে কেচিয়াপাড়ায় নিয়ে ছুরিকাঘাত করে সৌদিয়াকে খুন করে। তিনি তাৎক্ষণিকভাবে নিহতের নিকটতম আত্মীয় শাফিউল ইসলামকে খবরটি জানান।
এ বিষয়ে জানতে পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান জানান, পুলিশ প্রথমে পটিয়া মেডিকেলে, পরে এম্বুলেন্সযোগে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু বরন করেন।