‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চট্টগ্রামের পটিয়ায় পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
দিবসটি উপলক্ষে শনিবার (২ মার্চ) উপজেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে একটি র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনী’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সন্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় একজন নাগরিক হিসেবে ভোটারদের গুরুত্ব এবং সঠিক তথ্য দিয়ে স্মার্ট ভোটার হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শাহাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য মোজাহেরুল আলম চৌধুরী, সহকারী উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া নাগরিক অধিকার ও সর্বজনীন অধিকার। ভোটারদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ, যে দিনটি নির্বাচন কমিশন বা অন্য কারো হবে না, হবে শুধু ভোটারদের জন্য। জাতীয় পরিচয় পত্র বা ভোটার তালিকা হালনাগাদ করার যে সেবা নির্বাচন কমিশন দেয়, সেটাকে মানুষের দৌর গড়ায় পৌঁছে দিচ্ছে মাঠ পর্যায়ের অফিসে জনগণকে দেওয়া ওয়ান স্টপ সার্ভিস। গণতন্ত্র, নির্বাচন, ভোটাধিকার বিষয়ে, জনসাধারণ, বিশেষত তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর জাতীয় ভোটার দিবস উদযাপনের গুরুত্ব রয়েছে। দিবসটি মূলত সচেতনতা ও প্রচারণা মুলক হওয়ায় ভোটারদের মধ্যে আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ দিবস। আজকের দিনে ভোটারদের উদ্বুদ্ধ করার দিবস। ভোটদানে উৎসাহিত করাই এ দিবসের প্রধান উদ্দেশ্য। ভোটার নিবন্ধন একটি প্রক্রিয়া। জনগণের সঙ্গে সরকার ও জন প্রতিনিধিদের সম্পর্ক স্থাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম ভোট।