রবিবার, ৪ মে ২০২৫
spot_img
শিরোনাম

পটিয়ায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রুতগতিতে আসা সৌদিয়া পরিবহনের ধাক্কায় ইয়াছিন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত মোঃ ইয়াছিন (প্রকাশ কালু সওদাগর) উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন এলাকার শামসুল আলমের ছেলে। তিনি ফকিরা মসজিদ বাজারে ডেকোরেশন ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের হরিণখাইন হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানা পুলিশ জানায়, সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনটি হরিণখাইন হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক ইয়াছিন।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর সৌদিয়া পরিবহনের চালক ও সহকারী পলাতক রয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ