চট্টগ্রামের পটিয়ায় সেনা অভিযানে মো. মঈনুদ্দিন (৪৩) নামের এক ইয়াবা কারবারি গ্রেফতার হয়েছে।
রবিবার মধ্যরাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার মৃত কবির আহমদের পুত্র বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা কারবারের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করেছে সেনা ক্যাম্প।
পটিয়া সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিব জাকিরের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।
রাত আনুমানিক ১টার দিকে ধলঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মঈনুদ্দিনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মাদক গ্রহণের সরঞ্জামসহ ১৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাগারে প্রেরণ করা হয়েছে।