রবিবার, ২০ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

পটিয়ায় শোভনদণ্ডীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ফরিদুল আলম

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের পটিয়ায় শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্যানেল চেয়ারম্যান-১ ও ৯ নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত সদস্য মো. ফরিদুল আলম।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এসময় বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের প্রায় হাজারো জনসাধারণ উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।

এর আগে গত ৯ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম প্যানেল চেয়ারম্যান-১ মো. ফরিদুল আলমকে শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণের আদেশ দেন। সে মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান ১৫ এপ্রিল দায়িত্বভার বুঝিয়ে দেন।

বিএনপির নেতাকর্মীদের মাঝে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসানে শোভনদণ্ডী ইউনিয়ন বিএনপির অভিভাবক সাবেক সভাপতি সামশুল আলম সও. এর নেতৃত্বে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন আহমদ, সিনিয়র সদস্য আলহাজ্ব ইসমাইল হোসেন, সাবেক প্রচার সম্পাদক মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম, আবু বকর, ইউসুফ রশীদ বেলাল, মনজুর আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আহমদ, সাধারণ সম্পাদক আজিজুর রহমান সায়েম, সহ-সভাপতি শাহ আলম, আবদুল শুক্কুর, আবদুল মোনাফ, সাংগঠনিক সম্পাদক আবদুস সত্তার, গিয়াস উদ্দিন চৌধুরী, নুরুল হক, নুরুল আবছার বাচা মেম্বার, হারুন উর রশিদ, ইন্না আমিন, আবদুর রশিদ, আবু তাহের মেম্বার, লিংকন মেম্বার, সামশেদ হিরু মেম্বার, খোরশেদ আলম মেম্বার, মনজুরা বেগম মেম্বার, মরিয়ম বেগম মেম্বার, নাছিমা মেম্বার, জাহাঙ্গীর আলম, বাহাদুর ইসলাম খান, সৈয়দ মিয়া, মো. শফি, হেলাল কোম্পানি, আলী আকবর ভেট্টা, সাইর আহমদ, মোজাহের মিয়া, মো. ইদ্রিস, আবদুল মালেক সও., সিরাজ মিয়া, নুরুল হক চৌধুরী, ইউসুফ মিয়া, আবদুল করিম, মাহাবুব, মো. ওমর, জানে আলম, মো. শরীফ, কালা মিয়া, আমজাদ হোসেন, আবদুল মোনাফ, আবু সৈয়দ, দিদারুল ইসলাম, লিটন, সোলাইমান প্রমুখ।

এসময় নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফরিদুল আলম বলেন, “দীর্ঘদিন শোভনদণ্ডী ইউনিয়নবাসী প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত ছিলেন। আমি ইউনিয়নের জনগোষ্ঠীকে জরুরি সেবা এবং অবহেলিত এলাকার উন্নয়নে বিএনপির নেতাকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করছি।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ