বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

পটিয়ায় মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, পটিয়া

চট্টগ্রামের পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া মাদ্রাসার এক শিক্ষার্থীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

তার নাম মিজবাহ উদ্দিন (২৩)। সে কক্সবাজার জেলার সদর দক্ষিণ জানার ঘোনা এলাকার বাসিন্দা মোহাম্মদ আজিজের পুত্র।

বৃহস্পতিবার বিকেলে পটিয়া থানা পুলিশ ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে। সে মাদ্রাসার শর্টকোর্স বিভাগের ১ম বর্ষের ছাত্র।

মাদ্রাসার শিক্ষক মো. ফোরকান জানান, গত এক মাস আগে শর্টকোর্স বিভাগের ১ম বর্ষে ভর্তি হয় সে। বৃহস্পতিবার সকালে সে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নামে । এরপর থেকে সে নিখোঁজ হয়। বিকেলে তার মৃত দেহ পুকুরে ভেসে উঠে। ঠিক কি কারনে মৃত্যু হয়েছে তা জানিনা। এটা রহস্যজনক মৃত্যু হতে পারে।

এবিষয়ে পটিয়া থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ আকরাম জানান, ময়নাতদন্ত করে জানা যাবে আসলে ঠিক কি কারনে তার মৃত্যু হয়েছে।

মাদ্রাসার পুকুরে বৃহস্পতিবার বিকেলে মরদেহ ভেসে উঠার পর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে বলেও তিনি জানান।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ