চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসা এলাকায় মুহাম্মদ নুরুল আলমের ছেলে আজিজুল ইসলাম আজিজের (৩৪) বিরুদ্ধে কোটি টাকার জায়গা জমির কাগজ প্রতারণা করে জাল জালিয়তির অভিযোগ পাওয়া গেছে।
এমন অভিযোগ করেন আপন ভাইয়ের বিরুদ্ধে মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তি। গত ১৩ জানুয়ারী সি আর মামলা নং ৪৭/২০২৫ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালত, পটিয়া।
মামলার বাদী মোহাম্মদ সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে অস্ত্রধারীরা প্রতারণা করে মোটা অংকের চাঁদা নেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় মাদক ইয়াবা কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে। ভয়ে এলাকার কেউ প্রতিবাদ করার সাহস করেনি। অভিযুক্ত আজিজ নিজকে ডিগ্রীধারী চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন লোকজন থেকে সরকারি চাকুরী দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে। গত ১১ জানুয়ারি ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ বসত ঘর ভাংচুর, দামী জিনিসপত্র ও আসবাবপত্রসহ দুই লক্ষ টাকার মালামাল লুটপাট ভাংচুর তান্ডব চালায় এতে ৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়। উল্লেখিত আসামি আজিজুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরণের প্রতারণার অভিযোগে একধিক মামলা রয়েছে। পুলিশের হাতে গ্রেফতারও হয়েছে। এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট নুর মিয়া বলেন, মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছে আদালত। আসামির বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতারণার অভিযোগও রয়েছে বলে তিনি জানান।
পটিয়ায় ভূমি দলিল জালিয়তি করে প্রতারণার অভিযোগে মামলা
নিজস্ব প্রতিবেদক