বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

পটিয়ায় বাহুলী মিত্র পাড়ায় গণহত্যা দিবস পালিত

পটিয়া প্রতিনিধি :

১৯৭১ সালের ২৩ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী পটিয়া উপজেলার বাহুলী মিত্র পাড়ায় হিন্দু জনবসতি এলাকায় বিভিন্ন বাড়িতে ঢুকে ১০ থেকে ১২ জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে।

এঘটনায় শহীদ হন নগেন্দ্র মিত্র, কৃষ্ণ মিত্র, অনিল মিত্র, জীবন হরি মিত্র, সাধন  দাশ, রুক্ষ্মিনী মিত্র, সুনিল দাশ, সারদা চরণ মিত্র, ক্ষেমন হরি মিত্র, নিরঞ্জন দাশ, কাঞ্চন মিয়াসহ নাম না জানা ১০ থেকে ১২ জন। পাক বাহিনী  মিত্রপাড়া এলাকায় শতাধিক বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ও মানুষের ব্যাপক ধন সম্পদ লুটপাট করে।

বাহুলী গণহত্যা দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় পটিয়া গৌরব সংসদের উদ্যোগে ২৩ এপ্রিল মঙ্গলবার বিকেলে বাহুলী শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, সাবেক সভাপতি সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীর, অধ্যাপক অজিত কুমার মিত্র, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু,  সিপিবি নেতা শহীদুল ইসলাম, এনামুল হক মনজু, সাংবাদিক আবদুর রাজ্জাক, এডভোকেট অরুণ মিত্র, জাহেদউল পাশা আকাশ, মদিনা বেগম, ডা. রতন চক্রবর্তী,  ডা. পিন্টু কুমার দে প্রমুখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ