চট্টগ্রামের পটিয়ায় রংধনু ফাউন্ডেশন শর্টপিচ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০২৫ এর উদ্বোধনী খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এম মাইমুনুল ইসলাম মামুন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে পশ্চিম হাইদগাঁও আবদুল করিম মার্কেট সংলগ্ন অস্থায়ী মাঠে জমির স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করা হয়।
এসময় উদ্বোধক এম মাইমুনুল ইসলাম মামুন বলেন, “মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়”—এই স্লোগান এখন সময়ের দাবি। ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি এই খেলাকে উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং আয়োজক কমিটির প্রশংসা করেন।
তিনি আরও বলেন, “খেলাধুলার মাধ্যমে কাড়ি কাড়ি অর্থ আয় করা যায়, আমাদের এখান থেকেও জাতীয় মানের খেলোয়াড় তৈরি করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমির স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন জমির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; অবসরপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আরফ মিয়া, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দীন ফারুক টিংকু, সাংবাদিক সনজয় সেন, রাসুলে হাদ্দাস মেম্বার, মোছাম্মৎ তসলিমা নুর মেম্বার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য লিয়াকত আলী, মহিউদ্দীন (মহি), নেজাম উদ্দীন, শাহ আলম কন্ট্রাক্টর, জামাল উদ্দিন (প্রবাসী), হাজী ফারুক আহমেদ, আবদুল মাবুদ (প্রবাসী), শাহ আলম, হাজী আবদুল জব্বার, ইসলাম তসিফ, সেলিম উদ্দিন, ফারুক, রিশাদ, কাইয়ুম, ফরমান, রাফি, আরাফাত, ইমন, পারভেজ, সাকিব, রাকিব, তারেক।