শনিবার, ৪ অক্টোবর ২০২৫
spot_img
শিরোনাম

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ১, চার ছিনতাইকারী আটক

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নুরুল আলম সুমন (৩৩) নামে একজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
সে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ছগির আহমদের পুত্র বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় লোকজন চার ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
তারা হলেন, উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের শাহ আলমের পুত্র মো. মিরাজ (১৬), কুমিল্লা জেলার মো. শাহজাহানের পুত্র মো. নবী হোসেন (৩১), নগরীর সল্টগোলা এলাকার মো. মহিউদ্দিনের পুত্র নাদিম (২৫) ও খুলনা জেলার শামীম হাওলাদারের পুত্র প্রিন্স হাওলাদার (২৯)।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সুমন ও জনতার গণধোলাইয়ের শিকার ৪ জন ছিনতাইকারীকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে চট্টগ্রামমুখী একটি সিএনজি ট্যাক্সি পটিয়ার শান্তিরহাট এলাকায় এলে গাড়ির ভিতরে থাকা এক যাত্রী “বাঁচাও বাঁচাও” বলে চিৎকার করে।
এ সময় শান্তিরহাট এলাকার লোকজন সিএনজি ট্যাক্সিকে তাড়া করে ৪ ছিনতাইকারীকে জনতা আটক করে গণধোলাই দেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, একটি সিএনজি ট্যাক্সি থেকে এক লোক “বাঁচাও বাঁচাও” বলে চিৎকার করলে লোকজন তাকে উদ্ধার করতে দৌড়ে যায়।
ঘটনার পর উত্তেজিত জনতা ৪ ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেন।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, ছিনতাই ও ছিনতাইকারীকে মারধরের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান।
এ সময় জনতা ৪ ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করে।
পরে ভিকটিম ও ছিনতাইকারীদের হাসপাতালে নেওয়া হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ