বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

পটিয়ায় গভীর রাতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ায় কেক কেটে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে গভীর রাতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা কেক কাটেন এবং সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং ছাত্রলীগের পক্ষে স্লোগান দিয়ে দিনটি পালন করেন।

রাত ১২টা ১ মিনিটে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইণ হসপিটাল এলাকায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় সরকারের পতনের পর আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা গ্রেফতারের ভয়ে আত্মগোপনে চলে যান।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ছাত্রনেতা ও কুসুমপুরা ইউনিয়ন পরিষদের মেম্বার খোরশেদ আলমের ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দেন এবং পরবর্তীতে কেক কাটেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ