মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

পঞ্চগড়ে নারী-শিশুসহ ১৫ জনকে পুশ ইন করলো বিএসএফ

অনলাইন ডেস্ক

পঞ্চগড় সদর উপজেলার খুনিয়া পাড়া ও অমরখানা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ মোট ১৫ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

পুশ ইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাঁচজন পুরুষ, পাঁচজন নারী এবং পাঁচজন শিশু। জানা গেছে, তারা খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা।

বাংলাদেশে প্রবেশের পর নীলফামারী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। পরে তাদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, খুনিয়া পাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪-এর ১৯ নম্বর সাব পিলার ও অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩-এর ৩ নম্বর সাব পিলার দিয়ে ভারতীয় বাহিনী এই ১৫ জনকে বাংলাদেশে পুশ ইন করে। পরে সীমান্ত এলাকায় অবস্থান করা অবস্থায় তাদের আটক করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানিয়েছেন, এরই মধ্যে ১০ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তর করা হবে। এছাড়া, অমরখানা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা পাঁচজনকেও থানায় আনা হচ্ছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ