বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

নৌকার চেয়ারম্যানকে প্রধান অতিথি করায় বিএনপিতে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নানুপুর ইউনিয়নের নৌকার নির্বাচিত চেয়ারম্যান নুরুন্নবী রৌশনকে।

১৮ জানুয়ারি শনিবার, নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৮১-এর আয়োজনে শহীদ জিয়াউর রহমান স্মৃতি প্রথমবারের মতো ডে নাইট শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে তাকে প্রধান অতিথি করা হয়।

টুর্নামেন্টের ব্যানারটি সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক) ভাইরাল হলে এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠলে পরের দিন (১৯ জানুয়ারি) নানুপুর ইউনিয়ন বিএনপির সদস্য হামিদুল্লাহকে দলীয় প্যাডে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী।

নোটিশে বলা হয়, ‘দলীয় সভার আলোচনা ব্যতীত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নামে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করায় এবং পতিত স্বৈরাচারের দোসর, উপজেলা আওয়ামী লীগের পদধারী ও মনোনীত চেয়ারম্যানকে প্রধান অতিথি করায় দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায়, কেন দলের পদ-পদবি থেকে আপনাকে অব্যাহতি দেয়া হবে না তা ৭২ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এদিকে, এ বিষয়ে নানুপুর ইউপি চেয়ারম্যান নুরুন্নবী রৌশনের বক্তব্য জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী বলেন, আওয়ামী লীগের দোসরের জন্য দেশ ধ্বংস হয়ে গেছে। তাদের নিয়ে যদি এমন করা হয়, তাহলে তো আর ঠিক হবে না। তিনি আরও বলেন, এটা আমাদের অগোচরে হয়েছে, আমরা এ বিষয়ে জানি না। তবে কেন তারা এটি করেছে তা জানার জন্য আমরা তাকে শোকজ করেছি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি সঠিক ব্যাখ্যা দিতে না পারে, তাহলে আমরা তাকে দল থেকে বহিষ্কার করব। শুধু হামিদুল্লাহ নয়, এর সঙ্গে যদি অন্য কেউ জড়িত থাকে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ