বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

নুরুল আনোয়ার চৌধুরীর নেতৃত্বে চন্দনাইশে স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক

রবিবার (১৯ জানুয়ারি) চন্দনাইশ উপজেলা বিএনপি কার্যালয়ে চন্দনাইশ উপজেলা বিএনপি, চন্দনাইশ পৌরসভা, দোহাজারী পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে এই দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ. ক. ম. মোজাম্মেল হক।

চন্দনাইশ পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. মাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী বিএনপির আহ্বায়ক মো. কামাল উদ্দিন এবং সদস্য সচিব মো. বাবু খান।

এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা যথাক্রমে শামশু উদ্দিন মেম্বার, জসিম উদ্দিন চৌধুরী মন্টু, মাস্টার রিয়াজ উদ্দিন, মো. সেলিম, গোলাম রাসুল বাবুল, সিরাজুল মোস্তফা, আকতার হোসেন, নুরুল হুদা বাবর, আইনুল হুদা চৌধুরী, কামাল উদ্দিন, সেলিম ভূঁইয়া, সাইফুল করিম, জাহাঙ্গীর আলম, বেলাল উদ্দিন, ইস্কান্দার মির্জা, আবু ছাদেক সিবলু, মো. কাশেম এবং যুবনেতা জাগির, সুমন, সায়েম, নাছির।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য আব্দুল মান্নান ও রিয়াদ হোসেনসহ উপজেলা ও পৌরসভার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফরিদ উদ্দিন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ