বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সারজিস আলম বললেন, ‘পুনর্বাসনের সুযোগ না পাবে খুনিরা’

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ১০৫ জন ছাত্র জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শনিবার (৭ ডিসেম্বর) নগরের প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় সারজিস আলম নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সহানুভূতির পাশাপাশি বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীরা নতুনভাবে ফিরে আসার চেষ্টা করছে। তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র-জনতাকে আবারও সড়কে নামতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি জুলাই আন্দোলনের নৃশংসতার বর্ণনা দিয়ে বলেন, যারা আজও এই আন্দোলনের জন্য সাফাই গায়, তারা শেখ হাসিনার পৃষ্ঠপোষকদের স্বার্থে কাজ করছে। তিনি বলেন, যদি এসব মানুষ শক্তি পায়, তাহলে আগামী ৫ বছরের মধ্যে তারা শহীদ পরিবারের ওপর হামলা চালাতে পারে। তিনি বলেন, খুনিদের পুনর্বাসন ঠেকাতে এবং তাদের বিচার নিশ্চিত করতে আমরা জীবন বাজি রাখতে প্রস্তুত।

এ সময় সারজিস আলম আরও বলেন, এই দেশের পুলিশ সদস্যদের কিছু অংশ আবারও একটি দলের হয়ে কাজ করছে। তিনি এসব পুলিশ সদস্যদের তাদের পোশাক খুলে সঠিক পথে চলার অনুরোধ করেন।

তিনি বলেন, পুলিশের গুলির সামনে ছাত্র-জনতা বুক পেতে দাঁড়িয়ে ছিল, এবং আগামীতে যে কোনো প্রয়োজনে আমরা একসঙ্গে তাদের প্রতিহত করবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের, রাসেল আহমেদ, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ