শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক

নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সরকারে থেকে দল গঠন করলে বিএনপি তা মেনে নেবে না।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ফার্মগেটে সদস্য নবায়ন ও আলোচনা সভায় এসব কথা জানান ফখরুল। এসময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চাচ্ছে, যা বিপদজনক। তবে নতুন দলকে বিএনপি স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারে থেকে দল গঠন করার বিভিন্ন কৌশল নিয়ে ফখরুল সমালোচনা করেন এবং বলেন, এসব বিষয় দেশের মানুষ মেনে নেবে না। তিনি এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের মন্তব্যেরও সমালোচনা করেন তিনি এবং বলেন, “এটা কেউ মানবে না।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ