শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

নাশকতা মামলায় আনোয়ারায় তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিন আওয়ামী লীগ নেতা আটক হয়েছেন।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আনোয়ারা উপজেলার আওয়ামী লীগ নেতা ও হাইলধর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন (৪৯)।

শনিবার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে আনোয়ারা থানা পুলিশ।

এছাড়া, নাশকতার মামলায় চাতরী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জুয়েল দত্ত (বিকম দত্ত) ও জুঁইদন্ডী ইউনিয়নের ফয়েজ আহম্মদ (৬৭) আটক হয়েছেন।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে নাজিম উদ্দীনকে আটক করা হয়েছে। এছাড়াও আরও দুই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ