সোমবার, ২১ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

নানুপুরে শ্রীগুরুপূজা ও মহতী ধর্মসভায় হাজারো ভক্তের উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি নানুপুর কালুমুন্সির হাট দাশপাড়ায় মনোযোগী শিবকল্পতরু শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণ উৎসব উপলক্ষে সর্বজনীন শ্রীগুরুপূজা, ভোগারতি, গীতাপাঠ, দীক্ষাদান, সঙ্গীতাঞ্জলী, মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী তিন দিনব্যাপী ৬, ৭ ও ৮ জানুয়ারি (সোম, মঙ্গল ও বুধবার) মহোৎসব মহানাম যজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়।

শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন শ্রী সনাতন দাশ, শ্রীমৎ দিব্য চৈতন্য ব্রহ্মচারী ও শ্রীমৎ কৃষ্ণ চৈতন্য ব্রহ্মচারী। মহা নামযজ্ঞ সংকীর্তন পরিবেশন করেন শ্রী গোপাল বাড়ী সম্প্রদায়, শ্রী জয় গুরু সম্প্রদায়, শ্রী প্রভু নিত্যানন্দ সম্প্রদায়, এবং শ্রী মদনমোহন সম্প্রদায়।

এই অনুষ্ঠানে ঋষি অদ্বৈতানন্দ আশ্রমের উৎসব কার্যকরী পরিষদের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মহতী অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার পূর্ণতা ভক্ত সমবেত হন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ