চট্টগ্রাম নগরীর দক্ষিণ পাহাড়তলীর আমতলী লেবু বাগানের মাওলানা রফিকুল ইসলামের বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা নারী পুরুষদের উপর এলোপাতাড়ি হামলার অভিযোগ পাওয়া গেছে।
ঘামলার ঘটনায় মাওলানা রফিকুল ইসলামের স্ত্রী হোসনেয়ারা বেগম বাদী হয়ে হাটহাজারী থানায় স্থানীয় মোহাম্মদ জুবোয়েদ(২৫), মো. ভুট্টু(৪০), মো. শুক্কুর(৩০), মো. মিজান(৫০), সালমা বেগম(৩০), ঝর্ণা বেগম(৫০)সহ অজ্ঞাত আরও ৫/৭ জনের বিরুদ্ধে ১ মার্চ হাটহাজারী থানায় মামলা দায়ের করেন।
ঘটনার দিন ৮/১০ জনের একটি গ্রুপ পূর্ব শত্রুতার জের ধরে হাতে লোহার রড, দা কুড়াল, দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে হামলায় হোসনেয়ারা বেগমের দুই মেয়ে নুরজাহান ফাতেমা(১৫), ইসরাত জাহান হুমাইরা(১৩) গুরুতর আহত হন। এসময় গ্রুপটি ঘরে ঢুকে তান্ডাব ভাংচুর লুটপাট চালায়। এত প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়।
বিষয়ে মামলার বাদী হোসনেয়ারা বেগম বলেন, তারা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা ভাংচুর লুটপাট তান্ডব চালিয়েছে। স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
এ প্রসঙ্গে হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক মোবারক আলী জানান, বিষয়টি সরেজমিন তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তৎপর রয়েছে বলে তিনি জানান।
নগরীর দক্ষিণ পাহাড়তলীতে বাসায় ঢুকে নারী পুরুষদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক