চট্টগ্রাম নগরীতে গাঁজা বিক্রি করার সময় ১২ কেজি গাঁজাসহ মোঃ ফারুক হোসেন (২২) ও মোঃ জাকির খান (২২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব ৭।
বুধবার (২২ মে) র্যাব সূত্রে নিশ্চিত করা হয়, নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। র্যাব ৭ সূত্রে আরও জানা যায়, আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর হতে নিজ হাতে বের করে দেওয়া মতে ১২ কেজি গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।
জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য (গাঁজা) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর এবং জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বায়োজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।