বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বাঁশখালীর চাম্বলে ধারালো আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাকারী মারুফুল হাসান ওরফে মারুফ আদিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মারুফুল হাসান ওরফে মারুফ আদিল (২৫) উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী পাড়া এলাকার আহমদ রহমানের বাড়ির আব্দুল মান্নানের পুত্র বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোরাদ হোসেন ও এসআই রুবেল চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্স নিয়ে চাম্বল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন থানা পুলিশের সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট বাঁশখালীর চাম্বলে ধারালো অস্ত্র (রামদা) নিয়ে প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর হামলা চালায় সন্ত্রাসী মারুফুল হাসান ওরফে মারুফ আদিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত করার পর গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন হাতে দেশীয় তৈরি ধারালো অস্ত্র (রামদা) নিয়ে হামলার প্রস্তুতির দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।