শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ধানের ক্ষেতে অজ্ঞাতপরিচয় মরদেহ, তদন্তে পটিয়া থানা

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি চট্টগ্রাম।

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজিমপুর মধ্যম পাড়া এলাকার একটি ধানের ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতপরিচয় পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।

আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছেন, মৃত ব্যক্তিকে আগে কখনো এলাকায় দেখা যায়নি এবং তার পরিচয় সম্পর্কে কেউ কোনো ধারণা দিতে পারেনি।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, “মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ