বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ধর্মপুর শাহী জামে মসজিদ প্রাঙ্গণে নূরানী ওয়াজ মাহফিল

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

ফটিকছড়ির দক্ষিণ ধর্মপুরের অলিয়ে কামেল, রাহনুমায়ে শরীয়ত শাহসূফি আল্লামা হযরত নজির আহমদ শাহ (রহ.) ও শাহসূফি মাওলানা মোহাম্মদ মুছা আল কাদেরী (রহ.)’র শাহাজাদা আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মুঈন উদ্দীন রেজভী (রহ.) ও আলহাজ্ব মোহাম্মদ ফরিদ উদ্দীন (রহ.)’র বার্ষিক ফাতেহা ও পবিত্র ওরশ শরীফ উদযাপন উপলক্ষে এক বিশাল নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ওরশ পরিচালনা কমিটি ও আলহাজ্ব মোহাম্মদ বোরহান উদ্দিনের পরিবারের ব্যবস্থাপনায় হযরত নজির আহমদ শাহ নিজ বাড়ি, মোবারক আলী বলির বাড়িতে সারাদিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। বাদ জোহর থেকে কুরআন খতম, খতমে গাউছিয়া, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (দ.), মিলাদ, কিয়াম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাদ আসর দক্ষিণ ধর্মপুর শাহী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নূরানী ওয়াজ মাহফিল। এতে সভাপতিত্ব করেন ১৮নং ধর্মপুর ইউনিয়ন মুসলিম নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা কুতুব উদ্দিন রেজভী (মাঃজিঃআঃ) এবং সঞ্চালনা করেন আলহাজ্ব শহিদুল্লাহ।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফাচ্ছের আল্লামা কাজী মোহাম্মদ ছালেকুল রহমান আল কাদেরী (মাঃজিঃআঃ)। উদ্বোধক ছিলেন দক্ষিণ ধর্মপুর শাহী জামে মসজিদের খতিব মাওলানা ইদ্রিস আনসারী (মাঃজিঃআঃ)।

প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ঢাকা মোহাম্মদপুর কাদেরীয়া তৈয়্যবীয়া আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি হাফেজ মোহাম্মদ মুনিরুজ্জামান আল কাদেরী (মাঃজিঃআঃ) ও আল্লামা মোহাম্মদ মোরশেদুল আলম আল কাদেরী (মাঃজিঃআঃ)।

বিশেষ বক্তা ছিলেন শান্তিরহাট আহমদিয়া দাখিল মাদ্রাসার সুপার আল্লামা মোহাম্মদ সরোয়ার আলম আল কাদেরী (মাঃজিঃআঃ)। মাহফিলে আরও উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ওরশ শরীফের কর্মসূচির সমাপ্তি হয় মিলাদ, কিয়াম, বিশেষ দোয়া ও আগত মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ