রবিবার, ৫ অক্টোবর ২০২৫
spot_img
শিরোনাম

ধর্মপুরে মৎস্যজীবী দলের সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ১৮নং ধর্মপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রদল নেতা মোঃ মইন উদ্দিনের সভাপতিত্বে এবং ধর্মপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন চৌধুরী ও সাবেক ছাত্রদল নেতা মোঃ সেলিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব এম নাসির শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য সচিব সিরাজুল ইসলাম, সংবর্ধিত অতিথি ছিলেন উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মুস্তাফা করিম, ধর্মপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী মোর্শেদ, ধর্মপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন দিদারুল আলম, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ নয়ন, মোঃ আবু তাহের, মোহাম্মদ রুবেলসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ধর্মপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল। পরে প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।

সম্মেলন শেষে কর্মীদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ১৮নং ধর্মপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসেবে মহিন উদ্দিন ও সদস্য সচিব হিসেবে মোহাম্মদ সেলিম নির্বাচিত হন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ