শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

দ্রুতগতির ট্রাকের আঘাতে ৬৫ বছর বয়সী পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীর প্রধান সড়কে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ৬৫ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ঝিঁনজি ফকির মাজারের সামান্য উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস সত্তারের পুত্র মো. আবুল কাশেম (৬৫)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান বলে তার ভাগিনা মো. সোহান উদ্দিন নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঝিঁনজি ফকির মাজারের উত্তরে সড়ক পার হওয়ার সময় উত্তর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মিনি ট্রাক আবুল কাশেমকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি প্রায় ১০ হাত দূরে ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনস্পেক্টর তপন কুমার বাকচী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি, এমনকি গাড়িটিও খুঁজে পাওয়া যায়নি। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ